কোভিড সংক্রান্ত বিধিনিষেধ এক সপ্তাহ বাড়িয়েছে ভাইরাসটিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। প্রেসিডেন্ট জোকো উইদোদো রোববার ঘোষণা দিয়েছেন, বিধিনিষেধ ২ আগস্ট পর্যন্ত জারি থাকবে। এর আগে সরকার আইসিইউ শয্যা বাড়ানোর কথা জানিয়েছিল। 

এশিয়ায় কোভিড প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে ওঠা ইন্দোনেশিয়ায় হাসপাতালগুলোতে উপচে পড়ছে রোগী। বিশেষ করে জনবহুল জাভা ও বালি দ্বীপের অবস্থা সবচেয়ে খারাপ। যেখানে অক্সিজেনের সরবরাহও ফুরিয়ে এসেছে।

জোকো উইদোদো বলেছেন, ‘পরিস্থিতি বুঝে ২৩ দিন ধরে জারি বিধিনিষেধ মেনে চলা ও সহযোগিতা করার জন্য আমি সকল ইন্দোনেশিয়ানকে ধন্যবাদ দিতে চাই। এতে করে করোনার সংক্রমণের সঙ্গে হাসপাতালে রোগী ভর্তি থাকার সংখ্যাও কমেছে।’

সরকার ধীরে ধীরে কিছু বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তিনি। অবশ্য বিধিনিষেধ বাড়ালেও ঐতিহ্যবাহী কিছু বাজার ও রেস্তোরাঁ সীমিত পরিসরে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। 

সেলুন ও লন্ড্রি দোকান থেকে যন্ত্রপাতি মেরামতের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে দেওয়া হয়েছে কিছু শর্ত। শর্ত মেনেই বর্ধিত বিধিনিষেধকালে এসব ব্যবসায়িক চলতে পারবে বলে নির্দেশনাও জারি করেছে সরকার। 

গেল সপ্তাহের চার দিন ইন্দোনেশিয়ায় কোভিড আক্রান্ত হয়ে দৈনিক সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে। শেষ গত শুক্রবার এক দিনেই মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৬ জনের। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ৮৩ হাজার পেরিয়ে যায়।

সরকারি হিসাব অনুযায়ী ইন্দোশিয়ায় এখন পর্যন্ত ৩১ লাখের বেশি মানুষের দেহে মহামারি করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা দেশটির সরকারের দেওয়া এই হিসাবে সন্দিহান। তারা বলছেন, প্রকৃত সংখ্যাটা আরও বেশি। 

এএস