পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীরের লাওসা এলাকায় গিরিখাতে পড়ে দেশটির সেনাবাহিনীর জরুরি সেবাদানকারী দলের চার সদস্য নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আজাদ জম্মু-কাশ্মীরের সাধারণ নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্বরত সেনাবাহিনীর একটি গাড়ি গিরিখাতে পড়ার পর চার সেনা নিহত হওয়া ছাড়াও আরও তিন সেনা ও গাড়ির চালকও আহত হয়েছেন। 

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়। সেখান থেকে চার সেনার মরদেহ উদ্ধার করা ছাড়াও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পাশের একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আজাদ জম্মু-কাশ্মীরের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল রশিদ সুলেহরিয়া ১০ জুলাই ঘোষণা দিয়েছিলেন, নিশ্চিন্তে নির্বাচন করতে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে।

পরে প্রাদেশিক মুখ্যসচিব শাকিল কাদির খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আজাদ জম্মু-কাশ্মীর পুলিশের ৫ হাজার ৩০০, পাঞ্জাবে ১২ হাজার, খাইবার পাখতুনখাওয়ার ১০ হাজার ইসলামাদের এক হাজার, ৪০০ ফ্রন্টিয়ার ও ৩২০০ রেঞ্জার্স মোতায়েন থাকবে।

তাদের সহযোগিতার জন্য মাঠে ছয় থেকে সাত হাজার সেনা সদস্যকেও মোতায়েন করা হবে। আজাদ জম্মু-কাশ্মীরের এই নির্বাচনে সব মিলিয়ে অন্তত ৪৩ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। সেখানকার নির্বাচনে এর আগে কখনও এত সেনা মোতায়েন করা হয়নি।

এএস