রাশিয়ায় আবাসিক ভবনে আগুন, ৮ জনের মৃত্যু
রাশিয়ার উড়াল পর্বতমালা এলাকার ইয়াকাতেরিনবার্গ নামক শহরে মঙ্গলবার মধ্যরাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির স্থানীয় শাখার বরাতে রয়টার্স জানিয়েছে, আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ আটজনের মৃত্যুর পর দুর্ঘটনার কারণে অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞাপন
আঞ্চলিক জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত তিনটার দিকে ওই আবাসিক ভবনে আগুন লাগার খবর পেয়ে সেখানে যান দমকলকর্মীরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এক শিশুসহ আটজনের প্রাণ বাঁচানো যায়নি। তবে আরও নয় শিশুসহ ভবনটির ৯০ জন বাসিন্দাকে ভেতর থেকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।
বিজ্ঞাপন
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দমকলকর্মীরা ভবনের ভেতর আটকে পড়া বাসিন্দাদের বের হতে সাহায্য করছেন।
এএস