যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, বুধবার পর্যন্ত এক কোটির বেশি আমেরিকান এক বছর আগে চীন থেকে প্রাদুর্ভাব ছড়ানো মহামারি রোগ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। 

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বছর পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রে দৈনিক রেকর্ড সাড়ে চার হাজার মৃত্যুর ঠিক পরদিন সিডিসি জানালো যে, এ পর্যন্ত এক কোটি ২ লাখ নাগরিককে টিকা দিয়েছে তারা।

কাদের আগে টিকা নেওয়া উচিত এ সম্পর্কে সিডিসি ও ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার নতুনকরে নির্দেশনা জারি করেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনার দুটি টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের এফডিএ।

প্রথমদিকে স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দেওয়ার নির্দেশনা জারির ফলে দেশটির টিকাদান কর্মসূচির গতি শ্লথ হয়ে পড়ে। তাই নতুন নির্দেশনায় স্বাস্থ্যকর্মী ছাড়াও ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার মঙ্গলবার জানিয়েছে, জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত দুটি টিকার যেসব ডোজ মজুত রয়েছে তা বণ্টন করা হবে। এর মধ্যে দ্বিতীয় ডোজ নিশ্চিতে সংরক্ষিত টিকাও রয়েছে। 

যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত মার্কিন কোম্পানি মডার্না এবং আরেক মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকার তিন কোটি ডোজ বণ্টন করলেও দেওয়া হয়েছে মাত্র এক-তৃতীয়াংশ।  

এছাড়া আরেক মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসন— যারাও কোভিড-১৯ এর একটি টিকা উদ্ভাবন করেছে— জানিয়েছে, যে আগামী মার্চের মধ্যে তাদের টিকা ব্যবহারের অনুমোনের প্রত্যাশা করছে তারা। 

জনসন এন্ড জনসনের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পল স্টফেলস জানিয়েছেন, বছরের শেষে জেএন্ডজে টিকার একশ কোটি ডোজ সরবরাহ করতে পারবে বলে আশা করছে।

এএস