আফগানিস্তানে ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া তালেবানের ‘ইতিবাচক বার্তা’কে স্বাগত জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জর্ডানের রাজধানী আম্মানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালেবানের আফগানিস্তানের দখলের বিষয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ‌আমরা বিদেশি, কূটনৈতিক মিশন এবং নিজ জনগণের উদ্দেশ্যে দেওয়া তালেবানদের ‘ইতিবাচক বার্তাকে’ স্বাগত জানাই। আমি আশা করছি, আমরা কাজের ক্ষেত্রেও (একই ধরনের দৃষ্টিভঙ্গি) তাদের এই অবস্থান দেখতে পাবো।

আফগানিস্তানে তালেবানসহ সব পক্ষের সঙ্গে তুরস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা এবং আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গেও আঙ্কারা আলোচনা চালিয়ে যাবে।

এছাড়া কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় পুনরায় বিদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছিল তুরস্ক। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে দেশটি।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগান শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ করছে তুরস্ক। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের সরাসরি কোনও সীমান্ত না থাকলেও ইরান লাগোয়া সীমান্তে দেয়াল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে তুরস্ক।

গত রোববার কোনও ধরনের লড়াই ছাড়া তালেবানের বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী দখলের নেয়। তালেবান কাবুলে ঢুকে পড়ায় পরদিন সোমবার দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় বিমানবন্দরে।

এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানের ডানায় চড়ে দেশ ছাড়ার চেষ্টার সময় চলন্ত বিমান থেকে তিনজনকে মাটিতে আছড়ে পড়তে দেখা গেছে। তবে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ বলছে, কাবুলে বিমানবন্দরে হুড়োহুড়িতে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।
 
এসএস