করোনায় এক বছর পর মৃত্যু দেখল যে দেশ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ে মঙ্গলবার কোভিড আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এক বছরেরও বেশি সময় পর কারো মৃত্যু হলো করোনায়। তবে নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে ব্রুনেইয়ে। খবর বার্তা সংস্থা এএফপির।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিডে মঙ্গলবার প্রাণ হারানোদের একজন ৮৫ বছর বয়সী এক নারী, অপরজন ৬৯ বছরের এক ব্যক্তি। উভয়ই ব্রুনেইয়ের নাগরিক। একটি কোয়ারেন্টাইন সেন্টারে কোভিডে আক্রান্ত হওয়ার পর ফুসফুসের প্রদাহে তাদের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্য দিয়ে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশটির বোর্নিও দ্বীপে কোভিডে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনসংখ্যার দেশ ব্রুনেইয়ে কোভিড আক্রান্ত হয়ে সবশেষ কারো প্রাণহানি হয়েছিল গত বছরের জুন মাসে।
তবে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় আগস্টে পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। সিনেমা হল ও উপাসনালয় বন্ধ ছাড়াও রেস্তোরাঁয় গিয়ে খাওয়া ও জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বের না হওয়ার মতো বিধিনিষেধ জারি হয়েছে দেশজুড়ে।
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার আরও ১১০ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৩ জনে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশের তুলনায় ব্রুনেইয়ে করোনার প্রকোপ তেমন একটা দেখা না গেলেও এখন ডেল্টার কারণে প্রকোপ বাড়ছে।
এএস