আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা
আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। হামলায় আহত হয়েছেন আরও দু’জন।
রোববার (১৭ জানুয়ারি) দেশটির রাজধানী কাবুলে একটি বাস স্টপের কাছে নারী বিচারকদের গ্রুপকে লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।
বিজ্ঞাপন
এই হামলায় জড়িত থাকার কথা এখনও স্বীকার করেনি কেউ। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা বিচারকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র জামশিদ রাসুলি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত দুই জনই দেশটির সুপ্রিম কোর্টের বিচারক।
বিজ্ঞাপন
আফগানিস্তানের সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিদ বলেন, ঘটনার সময় বিচারকরা তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।
তিনি বলেন,‘দুর্ভাগ্যবশত আজকের হামলায় আমরা দুই নারী বিচারক হারালাম৷ হামলায় তাদের গাড়ি চালক আহত হয়েছেন।’
আফগানিস্তানের উচ্চ আদালতে দুইশর বেশি নারী বিচারক দায়িত্বপালন করছেন বলেও জানান ফাহিদ।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ’র প্রতিবেদনের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বিচারকদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারীকে করে গুলি ছুঁড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য তালেবান এই হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে বার্তা সংস্থা এপির কাছে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য তালেবানকে দায়ী করে আসছে দেশটির প্রশাসন। সম্প্রতি দেশটির গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে জঙ্গী গোষ্ঠিটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল।
সম্প্রতি আফগানিস্তানে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারপন্থী মানুষজনকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এর আগে একজন প্রখ্যাত অভিনেত্রীকে লক্ষ্য করে তার বাড়ির সামনে থাকা গাড়িতে গুলি করে বন্দুকধারীরা।
এসব হত্যার বেশিরভাগের দায় কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা এসব হত্যার জন্য অধিকাংশ ক্ষেত্রে বিরোধীপক্ষ সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে থাকেন।
দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে তালেবানদের সংলাপ চলমান থাকলেও গত কয়েক মাস ধরে সহিংসতা বাড়ছে আফগানিস্তানে। প্রধান শিকার সাংবাদিক, রাজনীতিবিদ এবং অধিকারকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই হামলাগুলোর অধিকাংশই ঘটাচ্ছে তালেবান। চলমান সংলাপে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই পন্থা বেছে নিয়েছে উগ্র এই জঙ্গি গোষ্ঠীটি।
টিএম