ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কলো তালিকাভুক্ত করল ইরান। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ট্রাম্পের শেষ কর্ম দিবসে তেহরান এ ঘোষণা দেয়। ‘সন্ত্রাসবাদ ও মানবাধিকার বিরোধী’ কাজের জন্য তাকে কলো তালিকাভুক্ত করা হয় বলে জানিয়েছে ইরান।

এ তালিকায় ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা রয়েছেন। এর ফলে ইরানে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে তেহরান। যদিও ইরানে ট্রাম্প ও তার কর্মকর্তাদের কোনো সম্পদ না থাকায় এর প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার ও  অর্থমন্ত্রী স্টিভেন মানচিকে কলো তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার  (সিআইএ) পরিচালক জিনা হাস্পেল, সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন, ইরানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিনিধি ব্রেইন হুক, ইরান ও ভেনিজুয়েলায় ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি এলিয়ট আব্রামস ও মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তা আন্দ্রেয়া গ্যাকিকে নিষিদ্ধ করেছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খতিবজাদে জানায়, ইরান ও তার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সাথে ছয় জাতির পরমাণু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।

সূত্র: রয়টার্স

ওএফ