বাইডেনের শপথ : লাইভ আপডেট
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্র সময় বুধবার দুপুর ১২টায়। ইতিহাস বলছে যে, বাইডেনের মতো করে আমেরিকার ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্টের হোয়াইট হাউসে অভিষেক ঘটেনি। বৈশ্বিক এক মহামারির মধ্যে অল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে পশ্চিম দিকে হয় বাইডেনের শপথ অনুষ্ঠান। বাইডেনের অভিষেক উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় রাজধানী ওয়াশিংটন ডিসিসহ গোটা যুক্তরাষ্ট্র। এই শপথ অনুষ্ঠানে চোখ ছিল গোটা বিশ্বের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে এই শপথের লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
It’s a new day in America.
Posted by Joe Biden on Wednesday, January 20, 2021
— Joe Biden (@JoeBiden) January 20, 2021
এনএফ/এসএস/এএস