জ্যাক মা

জায়ান্ট ই-কমার্স গ্রুপ আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা অবশেষে জনসম্মুখে এলেন। চীনের ঝিজিয়াং প্রদেশের ১০০ শিক্ষকের সাথে বুধবার (২০ জানুয়ারি) এক ভার্চুয়াল আলোচনায় উপস্থিত হন তিনি।

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের সরকারপন্থী গণমাধ্যম ‘তিয়ানমু নিউজ’ বুধবার ভার্চুয়াল আলোচনায় জ্যাক মার উপস্থিতির কথা জানায়।

উল্লেখ্য, জ্যাক মাকে গত অক্টোবর সাংহাইয়ের এক সম্মেলনে সর্বশেষ দেখা গিয়েছিল। সেখানে চীনের অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেছিলেন জ্যাক। নিয়ন্ত্রক সংস্থাকে ‘বুড়ো মানুষদের ক্লাব’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘পুরনো দিনের চিন্তা-ভাবনা প্রয়োগ করে আমরা আমাদের ভবিষ্যৎ সাজাতে পারব না।’ 

এর পরপরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। 

এরপরই গত ৫ নভেম্বর হংকং এবং সাংহাই শেয়ার বাজার থেকে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের আইপিও শেয়ার প্রত্যাহারের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা। সাংহাই এবং হংকংয়ের শেয়ারবাজারে এ যাবৎ সর্ববৃহৎ আইপিও শেয়ারের অফার প্রত্যাহারের জন্য অ্যান্ট গ্রুপকে দু’দিনের সময় বেঁধে দেয়া হয় সংস্থার পক্ষ থেকে।

এরপর একই মাসে আলিবাবার চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি দেয়া হয় জ্যাক মাকে; পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করে চীন সরকার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, চীনের ধনী মানুষদের তালিকায় শীর্ষে থাকা জ্যাক মার মোট সম্পদের পরিমাণ ছিল ৬ হাজার কোটি ডলারেরও বেশি। তবে সম্প্রতি চীনের সরকার দেশের অর্থনৈতিক প্রযুক্তি শিল্পে কড়াকড়ি নিয়ম আরোপ করায় গত দু’ মাসে তার ক্ষতি হয়েছে ১ হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) ডলার।

সূত্র : রয়টার্স

ওএফ