বৌভাতে যাওয়ার পথে সড়কে পিষ্ট ১৪ প্রাণ
জলপাইগুড়ির ধুপগুড়িতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত। ছবি: আনন্দবাজার পত্রিকার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে গতকাল মঙ্গলবার রাতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে।
আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় নিহতদের মধ্যে পুরুষ ও নারী ছাড়াও তিনটি শিশুও রয়েছে। তবে নিহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ বলছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনটি ছোট গাড়িতে করে ধুপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। এমন সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িগুলো।
উল্টোদিক থেকে আসা ১০ চাকার একটি পাথরবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর ওঠার পর দুটো গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১২ জন মারা যান। হাসপাতালের নেওয়ার পথে মৃত্যু হয় আরও ২ জনের।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর ধূপগুড়ি থানার পুলিশ ও স্থানীয়রা সেখানে হাজির হন। স্থানীয় মানুষজন ও পুলিশের সহায়তায় উদ্ধারের পর আহতদের প্রথমে ধুপগুড়ি হাসপাতাল এবং পরে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জলপাইগুড়ি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘দুর্ঘটনায় এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। তবে সবার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। ডাম্পারের চালককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, ‘আহতদের ৫ জন ধুপগুড়ি হাসপাতাল ও ১১ জন জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্তের জন্য বুধবার মরেদেহগুলো জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে।’
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, কনেযাত্রীদের গাড়িগুলো উল্টো লেন ধরে যাওয়ার ফলেই দুর্ঘটনার মুখে পড়ে।
ধুপগুড়ির বিধায়ক মিতালি রায় বলেন, ‘দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। পুরো বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে। নিহতদে অনেকের পরিচয় এখনও জানা যায়নি।’
দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ ছিল। রাত ৯ টা থেকে রাত ১টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। রাত ২টার পর যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এএস