নতুন টেলিযোগযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের
নতুন ভ্রাম্যমাণ একটি টেলিযোগযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন। স্যাটেলাইটটির নাম তিয়ানতং ১-০৩। বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট লঞ্চ কেন্দ্র স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
‘লং মার্চ-৩বি’ নামক একটি রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয় বলে জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া।
বিজ্ঞাপন
চীনের একাডেমি অব স্পেস টেকনোলজির তৈরি তিয়ানতং ১-০৩ স্যাটেলাইট ব্যবহারকারীদের ভয়েস, ক্ষুদে বার্তা এবং ডেটার মতো তথ্যগুলো গ্রাউন্ড স্টেশনে পাঠানোর মাধ্যমে সার্বক্ষণিক আবহাওয়া এবং মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত সেবা দেবে।
চীনা গণমাধ্যমগুলো বলছে, বুধবার উৎক্ষেপন করা তিয়ানতং-১ নামের টেলিযোগাযোগ স্যাটেলাইটটি চীনের তৈরি। এতে একটি স্পেস সেগমেন্ট, গ্রাউন্ড সেগমেন্ট এবং ইউজার টার্মিনাল রয়েছে।
বিজ্ঞাপন
চীনের এই স্যাটেলাইটের মাধ্যমে চীনসহ আশেপাশের অঞ্চলগুলো- মধ্যপ্রাচ্য, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ সমুদ্র অঞ্চলে সেবা দেওয়া সম্ভব হবে।
এর মাধ্যমে ২০২১ সালে প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। সর্বশেষ উৎক্ষেপিত এই স্যাটেলাইটটি লং মার্চ রকেট সিরিজের ৩৫৮তম।
এর আগে গত নভেম্বর মাসে একটি রকেটের মাধ্যমে ১৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে চীন। দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র একটি রকেটের মাধ্যমে সফলভাবে ১৩টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়।
আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিকের তৈরি করা ১০টি বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইটসহ সবগুলো স্যাটেলাইট লং মার্চ-৬ বাহনটি রকেটে করে মহাকাশে নিয়ে যায়।
সূত্র: সিনহুয়া
টিএম