৪ লাখ মৃত্যুর বোঝা নিয়ে বিদায় নিচ্ছেন ট্রাম্প
মহামারি সামলানো নিয়ে সমালোচিত ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঠিক একদিন আগে মঙ্গলবার করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে প্রাণহানির ৪ লাখ ছাড়িয়েছে।
দৈনিক রেকর্ড রোগী শনাক্ত ও মৃত্যু পরিস্থিতির মধ্যেই বুধবার যুক্তরাষ্ট্রের সময় দুপুর ১২টায় করোনায় বিপর্যস্ত বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটির দায়িত্ব কাধে নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এমন সময় চার লাখ প্রাণহানির দুঃখজনক মাইলফলক ছাড়ানোর কথা জানালো যখন করোনার সংক্রমণের বিস্তারের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো।
যুক্তরাষ্ট্রে যত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত কিংবা প্রাণ হারিয়েছেন, যে কোনো দেশের তুলনায় তা অনেক বেশি। বিশ্বে মোট সাড়ে নয় কোটির বেশি করোনায় আক্রান্তের মধ্যে দুই কোটি ৪২ লাখই আমেরিকান।
বিজ্ঞাপন
বিদায়ী প্রেসিডেন্ট মহামারির ভয়াবহতাকে খাটো করে দেখার জন্য যুক্তরাষ্ট্র তথা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমালোচিত। গত বছরের ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে যার মূল্য দিতে হয়েছে তাকে।
মহামারি প্রকোপ নিয়ন্ত্রণে যথাসময়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সমালোচিত যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে নিজেই করোনায় আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালেও ছিলেন।
বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেন অবশ্য আগেই জানিয়েছেন, তার প্রশাসনে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মহামারি করোনা। যে কোনো মূল্যে তিনি একে আগে নিয়ন্ত্রণে আনবেন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাজধানী ওয়াশিংটনে করোনায় মানুষের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় মহামারি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন।
এএস