বাইডেনের অভিষেক অনুষ্ঠান থেকে ১২ নিরাপত্তারক্ষী অপসারণ
চরমপন্থিদের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে সহিংসতা মোকাবিলার দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে দেশটির ১২ জন নিরাপত্তারক্ষীকে।
জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানের আগে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে রাজধানী অঞ্চল ওয়াশিংটন ডিসিসহ গোটা যুক্তরাষ্ট্র। এ কাজে নিয়োজিত নিরাপত্তারক্ষীদেরও ছাড় দেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
নিরাপত্তারক্ষীরে অতীত ঘেঁটে দেখা হচ্ছে, সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্ক বা অন্য কোথাও তারা কোনো চরমপন্থি মন্তব্য করেছেন কিনা। এই পরীক্ষা করতে গিয়েই ১২ জন নিরাপত্তারক্ষীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ১২ সদস্যকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকেই শপথগ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছিলেন।
বিজ্ঞাপন
এর মধ্যে একজনের সঙ্গে চরমপন্থি ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের’ যোগাযোগ আছে বলে জানানো হয়েছে। আরেকজন সম্প্রতি চরমপন্থি মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। বাকি দশজনের সঙ্গেও বিভিন্নভাবে চরমপন্থিদের সম্পর্ক রয়েছে বলে জানানো হয়েছে। সবাইকেই ওয়াশিংটন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য শুধু ওয়াশিংটনেই আধা সামরিক বাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের ২৫ হাজার মোতায়েন করা হয়েছে। তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখা হচ্ছে।
গোয়েন্দাদের ধারণা, জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্য থেকেই সহিংসতা ছড়াতে পারে। ফলে সামান্য সন্দেহ হলেও নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হয়েছে।
বাইডেন-হ্যারিসের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে গোটা দেশেই ট্রাম্পপন্থিরা গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের মতো আবারও সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই ওয়াশিংটনে এখনো জারি রয়েছে কারফিউ।
ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে এদিন বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিয়েছে। সড়কে সড়কে কংক্রিটের গার্ড ওয়াল রাখা হয়েছে। ন্যাশনাল গার্ডরা শহরে সার্বক্ষণিক ফ্ল্যাগ মার্চ করছে।
এএস