সদ্য মন্ত্রিত্ব হারানো ও আসানসোল থেকে নির্বাচিত বিজেপির এমপি বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াকে বড় কোনো ঘটনা বলে মনে করছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

তিনি বলছেন, বাবুল সুপ্রিয় স্টার। কখনও দলের হয়ে উঠতে পারেননি। তিনি যা করেন আবেগে করেন। তিনি দলে থেকেও লাভ হয়নি, চলে যাওয়ায় কোনো ক্ষতিও হবে না। 

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসব কথা বলেন। 

দিলীপ ঘোষ আরও বলেন, যদি তিনি তৃণমূলে গিয়ে সেই দলের হয়ে উঠতে পারেন! যেখানে গিয়েছেন, সেখানে গিয়ে ভাল করে রাজনীতি করুন। বাবুল সাংসদ হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। তাকে মাথায় করে নিয়ে নাচা হয়েছে। তাকে নিয়ে খবর করা হয়েছে। কিন্তু যারা মার খেয়েছেন, তাদের নিয়ে কোনো খবর নেই। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরা এইভাবে দল পাল্টালে মানুষের কাছে ভুল বার্তা যাবে। 

শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাবুল সুপ্রিয় দলবদল করেন। 

সম্প্রতি নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মোদি মন্ত্রিসভার দুইবারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে এমপি পদ ছাড়ার কথাও জানান। উদ্যোগী হয়ে ওঠে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাবুলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এতেও লাভ হয়নি।

এনএফ