আন্তর্জাতিক কার্গো বা পণ্যবাহী বিমান ফ্লাইট চালুসহ দ্বিপাক্ষিক স্বার্থ ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহমেদ সোলিহের মধ্যে।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিরতিতে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালদ্বীপভিত্তিক সংবাদমাধ্যম রাজ্জি অনলাইন।

বৈঠকে কার্গো ফ্লাইট চালু ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, পণ্য ও সেবা আমদানি-রফতানির আওতা বাড়ানোসহ অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা ও ইব্রাহিম মোহামেদ সোলিহর মধ্যে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রাজ্জি অনলাইন।

আলোচনা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের সবাইকে করোনা টিকা দেওয়া হবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

এছাড়া মালদ্বীপে করোনা সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেডিকেল টিম পাঠানোয় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ‍ইব্রাহিম মোহামেদ সোলিহ।

জবাবে মালদ্বীপে বসবাসরত যেসব বাংলাদেশির অভিবাসন সংক্রান্ত কাগজপত্রে সমস্যা আছে, তাদেরকে বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার জন্য সোলিহের প্রতি কৃতজ্ঞতা জানান হাসিনা।

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে ব্যাপক ঝুঁকিতে আছে বাংলাদেশ ও মালদ্বীপ- উভয় রাষ্ট্র। আন্তর্জাতিক জলবায়ুবিদরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহতভাবে বাড়তে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়তে থাকবে এবং খুব দ্রুতই মালদ্বীপ এবং বাংলাদেশের একটি বিশাল অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে।

বৈশ্বিক উষ্ণায়নের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলার একটি সংস্থা রয়েছে- সিভিএফ (ক্লাইমেট ভালনারেবল ফোরাম) নামে। বাংলাদেশ বর্তমানে সেই ফোরমের নির্বাহী প্রধান বা চেয়ারের দায়িত্বে রয়েছে।

বৈঠকে সিভিএফকে আরও কার্যকর করতে মালদ্বীপ প্রয়োজনীয় ও সাধ্যমত ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দেন সোলিহ। পাশাপাশি নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৬ অনুষ্ঠিত হবে, সেখানেও বাংলাদেশের পাশে থাকার অভিপ্রায় জানিয়েছেন তিনি।

এসএমডব্লিউ