ভারতের সেই বিচারপতি এবার রাম-কৃষ্ণের সম্মানে চান আইন
হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য গোরক্ষার আইনের দাবি তোলা ভারতের এলাহবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব এবার দাবি তুলেছেন- রাম, কৃষ্ণ, রামায়ন ও এর লেখক বাল্মিকী এবং গীতা ও তার রচয়িতা মহর্ষি বেদব্যাসকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে আইন আনা হোক।
শুক্রবার একটি মামলার পর্যবেক্ষণ এই বিচারপতি আরও বলেছেন, ভারতীয় সংবিধান অুনসারে একজন্য ব্যক্তির নাস্তিক হওয়ার অধিকার আছে, কিন্তু তার অর্থ এই নয় যে, ইচ্ছা হলেই দেব-দেবীকে নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু দেবতার আপত্তিকর ছবি শেয়ার করার অপরাধে গ্রেফতার এক যুবকের জামিনের আবেদনের শুনানিতে ওই বিচারপতি এসব কথা বলেন।
আকাশ যাতাভ নামের ওই যুবক গ্রেফতার হন ৪ জানুয়ারি। অর্থাৎ প্রায় ১০ মাস ধরে তিনি কারাগারে আছেন। মূলত এ বিষয়টা মাথায় নিয়েই তার জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে এ মামলায় তার বিচার এখনও শুরু হয়নি। শুরু হওয়ার পর নিকট ভবিষ্যতেও বিচারকার্য শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।
জামিন শুনানিতে আদালত আরও বলেছে, প্রত্যেকের উচিৎ দেব-দেবীদের ও নিজ দেশের সংস্কৃতিকে সম্মান জানানো।
বিজ্ঞাপন
সেপ্টেম্বরে যাদব দাবি জানিয়েছিলেন যে, ভারত সরকারে উচিৎ গরুকে দেশটির জাতীয় পশু হিসেবে ঘোষণা দেওয়া। আর তার সুরক্ষা প্রত্যেক হিন্দুর মৌলিক অধিকার হওয়া উচিত। গোহত্যার অভিযোগে গ্রেফতার এক যুবকের জামিন আবেদন নাকচ করে দিয়ে একটি পর্যবেক্ষণে ওই কথা বলেছিলেন তিনি। ১২ পৃষ্ঠার আদেশে বিচারপতি যাদব আরও বলেছিলেন, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, গরুই পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী যারা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনই ত্যাগ করে।
এনএফ