ভারতের চারটি রাজধানীর দাবি মমতার
কলকাতাসহ চারটি শহরকে ভারতের রাজধানী ঘোষণার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর দিনে কলকাতায় এক সমাবেশে এই দাবি করেন তিনি।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার কলকাতার শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। মিছিল শেষে বলেন, ‘ভারতের দক্ষিণ, উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব— এই চারটি প্রান্তে চারটি রাজধানী করা হোক।’ মমতার প্রশ্ন, ‘দিল্লিতে কী আছে? কেন একটা জায়গায় সংসদ সীমাবদ্ধ থাকবে?
বিজ্ঞাপন
দেশটিতে চারটি রাজধানীর পাশাপাশি সংসদের অধিবেশনেরও বিকেন্দ্রীকরণ চেয়েছেন মমতা। তার দাবি, ‘ঘুরিয়ে ঘুরিয়ে চারটি জায়গায় অধিবেশন হোক। আমরা সকলের জন্য বলছি। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওয়ান লিডার, ওয়ান ন্যাশনের মূল্য কী আছে?’
আনন্দবাজার বলছে, মমতার বক্তব্যের মূল লক্ষ্য যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা স্পষ্ট। বক্তৃতায় স্বাধীনতার সময় থেকে কলকাতার গুরুত্ব তুলে ধরেন মমতা। সেই সঙ্গে দেশে নবজাগরণ, স্বাধীনতা আন্দোলনে বাংলার গৌরবময় ভূমিকার কথাও টেনে এনে কলকাতাকে ভারতের অন্যতম রাজধানী করার দাবি করেন।
বিজ্ঞাপন
এদিকে, নেতাজির জন্মদিনে কলকাতা সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কলকাতায় পৌঁছে সেখানে নেতাজির নামে একটি স্থায়ী জাদুঘর নির্মাণকাজের উদ্বোধন করছেন তিনি। এনডিটিভি বলছে, কলকাতায় পৌঁছানোর আগে আসামে যাত্রাবিরতি দেন মোদি; এই রাজ্যে চলতি বছরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসামের ভূমিহীন আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের মাঝে জমির দলিল বুঝে দেন তিনি।
নেতাজির জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ ঘোষণার জন্য মোদিকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। শনিবার ফের ওই দাবির পাশাপাশি নেতাজি সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে আনার দাবি জানান তিনি। নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা নিয়ে মমতার আপত্তি ছিল। এই দিবসকে প্রত্যাখ্যান করে তিনি নেতাজির জন্মদিনকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে আখ্যা দিয়েছেন। মমতা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নেতাজিকে ‘দেশনায়ক’ হিসাবে আখ্যা দেন। আমরা রবীন্দ্রনাথ আর নেতাজিকে মিলিয়ে দিয়েছি।
এসএস