সিরিয়াতে ইরানের সেনাবাহিনীর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলকে সতর্ক করার কয়েকদিনের মধ্যেই যৌথভাবে করোনা টিকা উৎপাদন করতে দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে রাশিয়া।

ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ রাশিয়ার সংবাদ সংস্থা আরটি এজেন্সিকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে এই আলোচনা কতদূর এগিয়েছে-প্রশ্ন করা হলে সরাসরি তার উত্তর না দিয়ে ভিক্টোরভ বলেন, ‘আলোচনার প্রধান ইস্যু যৌথভাবে টিকা উৎপাদন। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গেও যৌথ টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়ার সরকারি পর্যায়ে আলোচনা চলছে।’

গত ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনা মহামারি প্রতিরোধ ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাশিয়া এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ককে আরো সহযোগিতাপূর্ণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

এদিকে ইসরায়েলের হাদাসাহ মেডিকেল সেন্টার রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক ৫ এর ১৫ লাখ ডোজ চেয়ে অর্ডার দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সেখানে পৌঁছে যাবে স্পুটনিক ৫ এর চালান।

সূত্র: মিডলইস্ট মনিটর

এসএমডব্লিউ