বাইডেনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশা সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশায় বুক বাঁধছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মার্কিন মিত্র সৌদি আরব। শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এই আশা প্রকাশের পাশাপাশি ইরানের পারমাণবিক চুক্তির ব্যাপারেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ আলাবিয়া টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আমি আশাবাদী। সৌদি আরব নিরেট, ঐতিহাসিক এক সম্পর্ক তৈরি করেছে; যেখানে ভিন্ন ভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করা হয়েছে। যা আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও অব্যাহত রাখব।
বিজ্ঞাপন
নির্বাচনী প্রচারণা চালানোর সময়ই প্রেসিডেন্ট হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশটিকে ‘পরিত্যক্ত’ বলে মন্তব্য করেছিলেন তিনি।
বাইডেন বলেছিলেন, ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।
বিজ্ঞাপন
যুবরাজ ফয়সাল বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তির ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে রিয়াদ। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ২০১৮ সালে প্রত্যাহার করে নেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ছয় বছর আগে ইরান পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার অঙ্গীকার করে চুক্তিতে সই করেছিল।
সৌদির এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি— মূলত ইরান যে শর্ত মানতে ব্যর্থ হয়েছে; সেটি নিয়ে একটি দৃঢ় এবং শক্তিশালী চুক্তি ঘিরে আলোচনা চলবে। চুক্তির বাস্তবায়ন নিশ্চিতের শর্তগুলোর দিকে শক্তিশালী নজরদারির বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
বাইডেন বলেছেন, তেহরান যদি চুক্তির শর্ত দৃঢ়ভাবে মেনে চলে; তাহলে যুক্তরাষ্ট্রও তাই করবে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য মিত্ররা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক নিয়ে উদ্বিগ্ন। যে কারণে তেহরানের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে স্বাগত জানায় সৌদি নেতৃত্বাধীন ব্লক।
নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে যে কোনও ধরনের সম্ভাবনাময় আলোচনা শুরু করলে তাতে সৌদি ব্লকের অন্তর্ভুক্তি চায় তারা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ ঠেকানোর জন্যই এই অন্তর্ভুক্তি জরুরি বলে মনে করে সৌদি এবং মিত্ররা।
মন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ আরব পিস ইনিশিয়েটিভ বাস্তবায়নের শর্তে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে বলেও সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সূত্র: রয়টার্স।
এসএস