নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রকে পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানান তিনি।

গত সপ্তাহে শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আসার চারদিনের মাথায় বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বললেন জনসন।

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ‘দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীরতর’ করতে মুখিয়ে আছেন তিনি। এছাড়া উভয় রাষ্ট্রই করোনা মহামারির টেকসই মোকাবিলায় কাজ করছে।

গত বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ নেন।

বরিস জনসন বলেন, তাদের শপথ ‘যুক্তরাষ্ট্রের জন্য সামনে এগিয়ে যাওয়া’।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, টেলিফোন আলাপের সময় প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রকে পুনরায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ওই মুখপাত্র আরও বলেন, ‘ক্ষমতা গ্রহণের পরপরই জলবায়ু পরিবর্তন মেকাবিলা ও ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে পদক্ষেপ নেওয়ায় বাইডেনের প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।’

নিরাপত্তা ও প্রতিরক্ষাখাতে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে উল্লেখ করে ডাউনিং স্ট্রিটের এই মুখপাত্র বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার ও গণতন্ত্র রক্ষা এবং সামরিক জোট ন্যাটো-কে এগিয়ে নিতে উভয় নেতা অঙ্গীকার ব্যক্ত করেছেন।

টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ‘সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির’ বিষয়ে কথা বলেন বাইডেন ও জনসন। একই সঙ্গে দুইদেশের মধ্যকার বাণিজ্যিক সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধানের ইচ্ছা প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে  শুক্রবার ট্রুডোকে ফোন করেন বাইডেন। হোয়াইট হাউস অবশ্য আগেই জানিয়েছিল যে, বাইডেনের প্রথম ফোন পাবেন ট্রুডো।

ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ‘ফোনালাপে দুই রাষ্ট্রনেতা কানাডা এবং যুক্তরাষ্ট্রের গভীর ও স্থায়ী বন্ধুত্ব পুনর্নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজটি এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী মাসে বৈঠক করতে রাজি হয়েছেন।’

দুই দেশের দেওয়া বিবৃতি অনুযায় ফোনালাপে বাইডেন ও ট্রুডো মহামারি মোকাবিলা, সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নসহ দ্বিপাক্ষিক আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।

সূত্র: বিবিসি

টিএম