এশিয়ার মাদক সম্রাট হিসেবে পরিচিত সে চি লোপকে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। অস্ট্রেলিয়ার জারি করা পরোয়ানায় রাজধানী আমস্টারডাম থেকে কানাডা যাওয়ার সময় শুক্রবার (২২ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে চি লোপ চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এবং বিশ্বের সবচেয়ে বড় মাদক গোষ্ঠীগুলোর একটির প্রধান। রোববার (২৪ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এশিয়াজুড়ে ‘ড্রাগ লর্ড’ বা মদক সম্রাট সে চি লোপের রয়েছে ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদকের বাজার। একইসঙ্গে তাকে অবৈধ মাদক কোম্পানির প্রধান হিসেবেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বিবিসি জানিয়েছে, মাদক সম্রাট সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা শীর্ষ অভিযুক্তদের একজন। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজলেও বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে তাকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিচারের জন্য এখন সে চি লোপকে নিজ দেশে ফিরিয়ে নিতে চাইবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ (এএফপি) বিশ্বাস করে, সে চি লোপের কোম্পানি দেশটিতে ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী। 

এশিয়ার বিস্তৃত এলাকায় বিলিয়ন বিলিয়ন ডলারের অবৈধ ব্যবসার পরিধির জন্য ৫৬ বছর বয়সী সে চি লোপকে মেক্সিকান মাদক সম্রাটের সঙ্গে তুলনা করা হয়।

গ্রেপ্তারের আগে অবশ্য অবস্থান নির্ণয়ের জন্য এক দশকেরও বেশি সময় ধরে সে চি লোপকে অনুসরণ করে আসছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

একপর্যায়ে গত শুক্রবার আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্টের কানাডাগামী বিমান থেকে নেদারল্যান্ডসের পুলিশের সাহয্যে তাকে গ্রেপ্তার করা হয়।

সে চি লোপ ম্যাকাউ, হংকং ও তাইওয়ানের মধ্যকার কোনো এলাকায় লুকিয়ে আছেন বলে সাম্প্রতিক বছরগুলোতে গুজব রটেছিল। এর আগে ১৯৯০’র দশকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রে ৯ বছর কারাগারে ছিলেন এই মাদক সম্রাট।

এদিকে সে চি লোপের গ্রেপ্তারকে বিগত দুই দশকের মধ্যে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

সূত্র: বিবিসি

টিএম