মধ্যরাতে দিল্লিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান
স্লোগানের ঘটনায় তদন্ত করছে দিল্লি পুলিশ
মধ্যরাতে ভারতের দিল্লিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছে একদল লোক। এ ঘটনায় তিন নারীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত একটায় দিল্লির খান মার্কেটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজন পুরুষ, তিন জন নারী ও তাদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের খবরে।
বিজ্ঞাপন
ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, রাত ১টার দিকে খান মার্কেট মেট্রো স্টেশনের কাছে কয়েকজন লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তুঘলক রোড পুলিশ স্টেশনের তদন্ত কর্মকর্তা সেখানে ৩ নারীসহ ৫ জনকে স্লোগান দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, তারা ইন্ডিয়া গেটের পাশে ঘুরতে এসেছেন। বাইক ভাড়া নিয়ে রেস করছিলেন তারা। এ সময় তারা একে অপরকে নাম ধরে ডাকছিলেন। নামের সঙ্গে দেশের নামও বলছিলেন। তাদের দলেরই একজন পাকিস্তানি নাগরিক ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় জড়িত সবাইকে এখনও জিজ্ঞাসাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র : ইন্ডিয়া টুডে
এইচকে