করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরও লোকজন এই ভাইরাস অন্যদের মাঝে ছড়াতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল কর্মকর্তা অধ্যাপক জোনাথন ভ্যান-ট্যাম। ব্রিটিশ এই চিকিৎসক বলেছেন, করোনার সংক্রমণ ছড়ানো রোধে ভ্যাকসিন কোনও কাজ করতে পারে কিনা; বিজ্ঞানীরা এখনও সেবিষয়ে জানেন না। 

রোববার ব্রিটিশ দৈনিক দ্য সানডে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে এসব কথা বলেছেন ভ্যান-ট্যাম। তিনি বলেছেন, ভ্যাকসিন আশা জাগাচ্ছে। তবে সংক্রমণের হার দ্রুত কমিয়ে আনতে হবে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ইতোমধ্যে ব্রিটেনের ৮০ বছর বয়সীদের ৭৫ শতাংশের বেশি করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। দেশটি এখন পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার-বায়োএনটেকের দু’টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এই দু’টি ভ্যাকসিনের দু’টি করে ডোজের দরকার হয়।

হ্যানকক স্কাই নিউজকে বলেছেন, কেয়ার হোমের বাসিন্দাদের তিন চতুর্থাংশ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এই ভাইরাসের বিরুদ্ধে ফ্রান্স এখন পর্যন্ত যতজনকে ভ্যাকসিন দিয়েছে, আমরা মাত্র শুরুর তিনদিনেই তার চেয়ে বেশিসংখ্যক মানুষকে দিয়েছি।

করোনার উত্থান এবং বৈশ্বিক মহামারি

• ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হয়
• চীনে করোনায় প্রথম প্রাণহানি ঘটে ৯ জানুয়ারি
• ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় থাইল্যান্ডে
• এই ভাইরাসে বিশ্বে প্রথম প্রাণহানি ঘটে ২ জানুয়ারি ফিলিপাইনে
• ১১ মার্চ ‌‘করোনা মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অধ্যাপক জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, কোনও ভ্যকসিনই এখন পর্যন্ত শতভাগ কার্যকর হয়নি। যে কারণে সুরক্ষার নিশ্চয়তা নেই। তিনি বলেন, ভ্যাকসিন নেয়ার দুই থেকে তিন সপ্তাহ পরও ভাইরাসে সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে। বয়স্কদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার জন্য কমপক্ষে তিন সপ্তাহ দরকার হতে পারে। 

ব্রিটিশ এই চিকিৎসক বলেন, ‘এমনকি আপনি ভ্যাকসিনের দু’টি ডোজ নেয়ার পর অন্যদের কোভিড-১৯ এ সংক্রমিত করতে পারেন। তারপর সংক্রমণের বিস্তার অব্যাহত থাকবে। আপনি যদি নিজের আচরণ পরিবর্তন করেন, তাহলে তা এই ভাইরাসের বিস্তারেও পরিবর্তন আনতে পারে। এরফলে আপনি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্যদের সংক্রমণের ঝুঁকিতে ফেলতে পারেন।’

চলতি সপ্তাহে ব্রিটেনের চিকিৎসকরা ফাইজারের করোনাভাইরাসের ভ্যাকসিনের দু’টি ডোজের ব্যবধানের সময় আরও বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যজুড়ে প্রথম ডোজ ভ্যাকসিন বেশিসংখ্যক মানুষকে দেয়ার জন্য এই ব্যবধান সর্বনিম্ন তিন থেকে ১২ সপ্তাহ পর্যন্ত করার কথা বলেছেন তারা। 

ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান ডা. চাঁদ নাগপল বিবিসিকে বলেছেন, ১২ সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দু’টি ডোজ দেয়া হলে সেটির কার্যকারিতা কেমন হবে সেটি নিয়ে উদ্বেগ রয়েছে।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ব্রিটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ ৫৮ লাখের বেশি মানুষকে দেয়া হয়েছে। ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ড বলছে, সোমবার থেকে ইংল্যান্ডের আরও ৩২টি স্থানে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে। 

এদিকে, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন এক হাজার ৩৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৫৫২ জন। দেশটির বিভিন্ন হাসপাতালের ভেন্টিলেটরে আছেন আরও ৪ হাজার ৭৬ জন; যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৭ হাজারের বেশি মানুষ। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে এবং প্রাণ গেছে ২১ লাখ ৩১ হাজারের বেশি মানুষের।

এসএস