দুই মাসের বেশি সময় পর নিউজিল্যান্ডের কোয়ারেন্টাইন স্থাপনার বাইরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মহামারি নিয়ন্ত্রণে সফল বিশ্বের যে অল্প কয়েকটি দেশ আছে; সেগুলোর একটি নিউজিল্যান্ড। সম্প্রতি এই দেশটিতে ইউরোপ ফেরত এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি ইউরোপ থেকে ফেরা ৫৬ বছর বয়সী এক নারী দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সম্পন্ন করার ১০দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নারীর সংস্পর্শে কারা এসেছিলেন তা শনাক্তে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া তিনি যেসব এলাকায় গেছেন, সেসবের একটি তালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।  

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১৩ জানুয়ারি অকল্যান্ডের আইসোলেশন স্থাপনা ছাড়ার আগে করোনা পরীক্ষায় ওই নারীর দু’বার নেগেটিভ রিপোর্ট আসে। এর দু’দিন পর তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়; যা পরবর্তীতে ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। শনিবার পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, সংক্রমিত ভাইরাসের প্রজাতি বা উৎপত্তির ব্যাপারে অনুমান করা হলে তা খুবই আগাম হবে। 

ভাইরাসের এই প্রজাতিটি অধিক সংক্রামক কিনা সেব্যাপারে ধারণা পেতে কাজ শুরু হয়েছে এবং পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স

আইসোলেশন থেকে বেরিয়ে ওই নারী নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় গিয়েছিলেন। সুপারমার্কেট, রেস্তারাঁ এবং একটি গ্যালারিসহ ওই নারী ঘুরেছেন; এমন বেশ কিছু স্থানের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে বিশ্বের যে কয়েকটি উন্নত দেশ সফল হয়েছে নিউজিল্যান্ড সেসবের অন্যতম। দেশটিতে সর্বশেষ স্থানীয়ভাবে সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ নভেম্বর। মহামারি সফলভাবে মোকাবিলা করায় বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছিল নিউজিল্যান্ড।

৫০ লাখ মানুষের এই দেশটিতে এখন পর্যন্ত মাত্র এক হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মহামারিজুড়ে মারা গেছেন মাত্র ২৫ জন। সব সীমান্ত বন্ধের পাশাপাশি কঠোর লকডাউন এবং ভৌগলিক বিচ্ছিন্নতা দেশটিতে এই মহামারি নিয়ন্ত্রণে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে সহায়তা করে।

সূত্র: রয়টার্স।

এসএস