প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ
সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ রিয়াদের আশপাশের অঞ্চল থেকেও শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম খবর দিয়েছে।
এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও পরিষ্কার নয়। একই সঙ্গে ২০১৫ সাল থেকে সৌদি আরব লক্ষ্য করে প্রায়ই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসা প্রতিবেশি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও শনিবারের হামলায় জড়িত নয় বলে দাবি করেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে সৌদির রাজধানী রিয়াদে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফরাসী সংবাদমাধ্যম এএফপিকে রিয়াদের স্থানীয় আল-সুলাইমানিয়াহ জেলার একজন বাসিন্দা বলেন, আমি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। আকাশ থেকে কিছু পড়েছে বলে আমার মনে হয়েছে।
ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, রিয়াদের দিকে ছুটে আসা শত্রুপক্ষের প্রতিকূল একটি বস্তুকে বাধা দেয়ার পর ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য সৌদি জোট দেয়নি বলে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আল-এখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানের বেশ কিছু ফ্লাইটে বিলম্ব হয়েছে। তবে শনিবারের ওই ঘটনার কারণে বিমানের ফ্লাইট বিলম্বের সংশ্লিষ্টতা আছে কিনা তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার করা হয়নি।
বিদ্রোহী গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই ঘটনার পেছনে হুথির সংশ্লিষ্টতা নেই। গত ২৪ ঘণ্টায় আগ্রাসন চালানো দেশগুলোতে হুথি এ ধরনের কোনও আক্রমণ চালায়নি। হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যমে এক বিবৃতিতে সারি বলেছেন, তারা যেকোনও ধরনের হামলা চালালে গর্ব এবং সম্মানের সঙ্গে সেটির ঘোষণা দেয়।
২০১৫ সালে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি হুথি বিদ্রোহীদের হামলার মুখে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। তারপর থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক হামলা শুরু করে।
তারপর থেকে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন প্রদেশ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। এর আগেও একাধিকবার রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা; যদিও লক্ষ্যে আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের মসনদে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আসার দু’দিন পর সৌদিতে এই হামলার ঘটনা ঘটল।
গত ৩ নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণা চালানোর সময়ই প্রেসিডেন্ট হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন।
২০১৯ সালে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশটিকে সামাজিকভাবে পিছিয়ে পড়া বলে মন্তব্য করেছিলেন তিনি। বাইডেন বলেছিলেন, ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।
সূত্র: এএফপি, রয়টার্স।
এসএস