নিজের দল নেপালের কমিউনিস্ট পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রোববার (২৪ জানুয়ারি) দলের একাংশের বৈঠকের পর তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছিল ওলিকে। এবার দল থেকে বহিষ্কারের মাধ্যমে কেড়ে নেওয়া হলো ওলির সদস্যপদও। এনসিপি’র ভেতরেই এখন দুটি পক্ষ। রোববার দলের ওলি-বিরোধী পক্ষই বৈঠক করে প্রধানমন্ত্রীর দলীয় সদস্যপদ কেড়ে নেয়।

ওলির বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এনসিপি নেতা মাধব নেপাল ও পুষ্প কুমার দাহালের (প্রচণ্ড) নির্দেশে ওলিকে বহিষ্কার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বৈঠকের পর রোববার ওলি-বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ বলেন, ‘তার (কেপি শর্মা ওলি) সদস্যপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ খারিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মে-তে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিলেন ওলি। এরপরই ওলির বিরুদ্ধে রাস্তায় নামে নেপালের বিরোধী শিবির। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড।

অভিযোগ রয়েছে, সকল ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি। চুক্তি অনুযায়ী নেপালি মাওবাদী পার্টির নেতা প্রচণ্ডকে ক্ষমতা হস্তান্তর করতে চাননি। এর ফলে নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করে। এই বিরোধিতার মধ্যেই প্রেসিডেন্টের মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন ওলি।

সূত্র: এনডিটিভি

টিএম