জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবিলায় বাইডেন-ম্যাক্রোঁ একমত
জলবায়ু পরিবর্তন, করোনাভাইরাস মহামারি মোকাবিলা ও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের প্রশ্নে একমত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (২৪ জানুয়ারি) এক টেলিফোন আলাপে উভয় নেতা এসব বিষয়ে একমত হন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর রোববারই প্রথম ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলে প্রেসিডেন্ট বাইডেন। এসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ইরানের পরমাণু ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তারা।
বিজ্ঞাপন
হোয়াইট হাউজের দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে ট্রান্স-আটলান্টিক সম্পর্ক আরও এগিয়ে নিতে নিজের আগ্রহ প্রকাশ করেন বাইডেন।
বিজ্ঞাপন
হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, ফ্রান্সকে আমেরিকার পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেন বাইডেন। একইসঙ্গে চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও আফ্রিকার সাহেল অঞ্চল বিষয়ে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন তারা।
এদিকে বাইডেন-ম্যাক্রোঁ ফোনালাপের বিষয়ে বিবৃতি দিয়েছে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ।
বিবৃতিতে বলা হয়, ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ায় বাইডেনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সাাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা এই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, ইউরোপ যুক্তরাষ্ট্রের পুরোনো বন্ধু হলেও সদ্যসাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সেই সম্পর্কের অবনতি ঘটে। আর গত সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ওয়াশিংটনের ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে টানাপোড়েন অবসানের চেষ্টা করছেন বাইডেন। এ লক্ষ্যে ইতোমধ্যেই তিনি কানাডার প্রধানমন্ত্রী জান্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের সঙ্গে কথা বলেছিলেন।
আর সর্বশেষ রোববার বাইডেন কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে। মূলত ট্রাম্পের সময়ে ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন বাইডেন।
সূত্র: রয়টার্স
টিএম