প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত সাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রধান জেনেট ইয়েলেন সিনেটের ভোটে দ্বিদলীয় সমর্থন পাওয়ার পর প্রথমবারের মতো একজন নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাষ্ট্র।
বিবিসি জানাচ্ছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইয়েলেন এর আগে সিনেট ফাইন্যান্স কমিটির দ্বিদলীয় সমর্থন পেয়েছিলেন।
বিজ্ঞাপন
করোনায় শীর্ষ বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি মহামারির ধকল কাটিয়ে এখনো ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করায় মহামারি মোকাবিলায় জো বাইডেন প্রশাসনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাই হবে তার প্রধান কাজ।
অর্থমন্ত্রী হিসেবে তাকে নিয়োগে গত ১৯ জানুয়ারি শুনানির পর মহামারি মোকাবিলায় জাতীয় ঋণের কথা চিন্তা না করে আরও ত্রাণ ও অর্থনৈতিক প্রণোদনার অনুমোদন দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তবে তার এমন আহ্বানের প্রতিক্রিয়ায় রিপাবলিকানদলীয় সিনেটররা কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান জেনেট ইয়েলেনকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, অর্থনীতিতে উদারনৈতিক সংস্কার আনার জন্য এটা উপযুক্ত সময় নয়।
তবে বাইডেন প্রশাসনের অর্থমন্ত্রী জেনেটে ইয়েলেন যুক্তি দেখিয়ে বলেন যে, মহামারিতে চাকরি হারানো অনেক পরিবার সরকারের পক্ষ থেকে যে বেকার ভাতা পাচ্ছে তা দিয়ে তারা পরিবারের চাহিদা মেটাতে পারছেন না।
২০১৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার আগে চার বছর ভাইস চেয়ারসহ এক দশকের বেশি সময় ব্যাংকটির বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তখন ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটনের প্রথা ভেঙ্গে ইয়েলেনকে আরও চার বছর নিয়োগ না দিয়ে তাকে দায়িত্বে থেকে অব্যাহতি দেন।
পেশায় শীর্ষে ওঠায় অর্থনৈতিক বিশ্ব তাকে নারীবাদী আইকনে পরিণত করেছে। ইয়েলেনকে এমন একজন হিসেবে দেখা হয় যিনি বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ও মধ্যপন্থী উভয়কেই সন্তুষ্ট করতে সক্ষম।
এএস