রিয়াদে ফের বিস্ফোরণ
বিস্ফোরণের পর উড়ছে ধোঁয়া I ফাইল ছবি
• গত শনিবার একই ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে রিয়াদ
• এর দু’দিন পর আবারও রিয়াদে দু’টি বিস্ফোরণ
• ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়
• কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি, কাউকে দায়ী করেনি সৌদি কর্তৃপক্ষও
মাত্র দু’দিন আগেই এক বিস্ফোরণে কেঁপে ওঠার পর আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে কোনও হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। মঙ্গলবারের এই বিস্ফোরণের কোনও কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তারা স্থানীয় সময় বেলা ১টার দিকে পরপর দু’টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় তারা রাজধানীর আকাশে ছোট ধোঁয়ার কুণ্ডলীও দেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রিয়াদের আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া কোনও গোষ্ঠীও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রিয়াদে বিস্ফোরণের খবর দিয়েছে।
২০১৫ সালে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি হুথি বিদ্রোহীদের হামলার মুখে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। তারপর থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক হামলা শুরু করে।
তখন থেকে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন প্রদেশ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। এর আগেও একাধিকবার রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা; যদিও লক্ষ্যে আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের মসনদে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আসার দু’দিন পর গত শনিবার রিয়াদে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ওইদিন জানায়, রিয়াদকে লক্ষ্য করে শত্রু পক্ষের ছোড়া একটি অস্ত্র বাধা দেয়ার পর ধ্বংস করা হয়েছে।
গত ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে প্রচারণা চালানোর সময়ই প্রেসিডেন্ট হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশটিকে সামাজিকভাবে পিছিয়ে পড়া বলে মন্তব্য করেছিলেন তিনি।
বাইডেন বলেছিলেন, ধ্বংসাত্মক ইয়েমেন যুদ্ধ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।
সূত্র: রয়টার্স।
এসএস