ট্রাকে চড়ে ১৪৭ কিলোমিটার পাড়ি দিতেন এ বিজনেস আইকন
নিজের সোনালি দিনের ছবি শেয়ার করেছেন বিজনেস আইকন আনন্দ মাহিন্দ্রা। তিনি টুইটারে তার সাতের দশকের একটি ছবি শেয়ার করে সেই সময় কীভাবে সপ্তাহের শেষ ছুটির দিনগুলো কাটাতেন তার বর্ণনা দিয়েছেন। ছুটির দিনে ট্রাকে করে মুম্বাই থেকে পুনে ১৪৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিতেন তিনি।
তিনি তার পোস্টে লিখেছেন, ‘কৈশোরকালে আমার কাটানো সপ্তাহের সেরা ছুটির দিন। সালটা ১৯৭২, আমি এবং আমার সঙ্গে থাকা এক বন্ধু প্রায়ই মুম্বাই থেকে পুনে ট্রাকের মাথায় চড়ে পাড়ি দিতাম, সেই সময় থেকেই রাস্তার প্রতি আমার গভীর ভালবাসা জন্মায়। ট্রাকে যেতে যেতে সদ্য মুক্তি পাওয়া ছবি পরিচয় চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারও’……গানটি গাইতাম।’
বিজ্ঞাপন
এদিকে ছবিটি শেয়ার করার অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়। এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ তা দেখেছেন। করেছেন নানা মন্তব্য। একজন তার মন্তব্যে লিখেছেন, ‘আপনি আপনার জীবনকে উদাহরণ করে অনেককেই আগামীর পথ দেখাতে পারেন।’
আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি আপনি সেসব দিনগুলোকে খুবই মিস করছেন, সেই বন্ধুর সঙ্গে আর একবার সেই অতীতে ফিরে যাবেন বলে ভাবছেন?’
বিজ্ঞাপন
উল্লেখ্য, আনন্দ মাহিন্দ্রা ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। ১৯৫৫ সালের ১ মে তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলার।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এসকেডি