মহামারি করোনাভাইরাসের ‘উৎপত্তিস্থল’ চীন বুধবার পর্যন্ত ২ কোটি ২৮ লাখ মানুষকে টিকা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা। আসন্ন চীনা চান্দ্রবর্ষ (চীনের নতুন বছর) যাতে দেশের মানুষ নিরাপদে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে এর মধ্যে ব্যাপকহারে মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, গত ডিসেম্বর থেকে চীন টিকাদানের পরিসর বাড়ানোর পরিকল্পনা করে। তাই আগামী শীত ও বসন্তে নতুন করে প্রকোপ ঠেকাতে ঝুঁকিতে থাকা মানুষজনকে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক জেং ইজিন বুধবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের টিকাদান কর্মসূচি সংশ্লিষ্ট সব নিয়ম মেনে সহজভাবে পরিচালিত হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমস জানাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে নতুন বছর উদযাপনের ক্ষণ আসার আগেই দেশের পাঁচ কোটি মানুষকে করোনার টিকা দিয়ে সব কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা করছে চীন।

অন্যান্য দেশের মতো চীনের অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসক ও নার্স ছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মী, পরিবহন, খাদ্য সংস্থা, চাকরিজীবী ও বিদেশগামী শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। তবে বয়স্কদের আরও অপেক্ষা করতে হবে।

২০১৯ সালের ডিসেম্বরে উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে এবং প্রাণ গেছে ২১ লাখ ৬৯ হাজারের বেশি। 

এএস