লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে লকডাউন বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ত্রিপোলির প্রধান সরকারি ভবন লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর ছোঁড়া শুরু করেন বিক্ষোভকরীরা। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে; তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের।

তবে উত্তর লেবাননে, বিশেষ করে ত্রিপোলিতে এই ঘটনা নতুন নয়, এর আগেও সেখানে একাধিকবার লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে। দেশটির সবচেয়ে দারিদ্র্যপীড়িত শহর ত্রিপোলিতে বহু মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন। চলমান লকডাউনে জীবন-জীবিকার অনিশ্চয়তায় ভুগছে শহরের অধিকাংশ অধিবাসী।

সম্প্রতি লেবাননে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর আদেশ জারি করেছে সরকার। ৬০ লাখ জনসংখ্যার দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮০ হাজার এবং এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ২ হাজার ৪০৪ জন। আগামী ফেব্রুয়ারিতে ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে লেবানন সরকার।

সূত্র: মিডলইস্ট মনিটর

এসএমডব্লিউ