ইসরায়েলের হামলার হুমকি উড়িয়ে দিল ইরান
তেহরানের বিরুদ্ধে হামলার নকশা পুনরায় সাজানো হচ্ছে বলে ইসরায়েল হুমকি দেয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ বলেছেন, বাইডেনের প্রশাসন স্বনির্ভর এবং যুক্তরাষ্ট্রের আগের সরকারের মতো ইসরায়েলি সব নির্দেশ পালন করবে না। মঙ্গলবার ইসরায়েলের শীর্ষ জেনারেল আবিব কোচা বলেন, সম্প্রতি ইরান পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি করায় ইসরায়েলি সামরিক বাহিনী বেশ কিছু পরিকল্পনা প্রস্তুত করেছে। ইতোমধ্যে সেগুলো বাস্তবায়নও শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা সমূহ বিপদের কারণ হতে পারে বলে বাইডেন প্রশাসনকে সতর্ক করে দেন ইসরায়েলি এই সেনা কর্মকর্তা। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে; যিনি ২০১৫ সালে ইরানের ছয় বিশ্ব শক্তির স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে চান বলে ইঙ্গিত দিয়েছেন।
বিজ্ঞাপন
ইরান শর্ত মানছে না অভিযোগ এনে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি ইসরায়েলি জেনারেল কোচাভির মন্তব্যকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল তাদের কর্মকাণ্ডের মধ্যেই আছে। তবে তাদের এ ধরনের কোনও পরিকল্পনা নেয়া বা পরিকল্পনা বাস্তবায়নের সামর্থ্য নেই।’
বিজ্ঞাপন
মন্ত্রিসভার এক বৈঠকের পর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদ ভায়েজি বলেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কিছু কর্মকর্তা মনে করেন তারা যা বলবেন ওয়াশিংটন তাই মেনে নেবে। কিন্তু আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নিজস্ব স্বাধীনতা আছে– যে ধরনের স্বাধীনতা আছে অন্যান্য দেশের।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনারকে নিয়োগ দিয়েছিলেন; যিনি ইসরায়েলকে প্রশ্রয় দেন এবং তাদের ইচ্ছা ওয়াশিংটনে পৌঁছে দিতেন।
ইসরায়েল-সৌদি আরব-সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলো তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনে লবিং করছে। কিন্তু এসব বিষয়কে আমাদের গুরুত্ব দেওয়া যাবে না।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি
চলতি মাসে ইরান ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং ড্রোন ব্যবহার করে বেশ কয়েকবার সামরিক মহড়া পরিচালনা করেছে। এই মহড়ার দিকে ইঙ্গিত করে মাহমুদ ভায়েজি বলেন, আমরা যুদ্ধ চাই না। তবে দেশরক্ষায় আমরা দৃঢ়-প্রতিজ্ঞ।
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এশাক জাহাঙ্গীরী বলেন, ইরানকে হুমকি দেওয়ার মতো অবস্থায় নাই ইসরায়েল।
সূত্র: আলজাজিরা, এএফপি।
এসএস