ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের একটি কারখানায় ‌‘সন্দেহজনক প্যাকেট’ পৌঁছানোর পর স্থাপনাটি খালি করা হয়েছে। ব্রিটেনের ওয়েলসের এই স্থাপনায় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা পৌঁছে তল্লাশি শুরু করেছেন বুধবার খবর দিয়েছে রয়টার্স।

স্থাপনাটি যুক্তরাজ্যের স্থানীয় কোম্পানি উকহার্ড পরিচালনা করে। সেখানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সিসিজাত এবং সিরিঞ্জ প্যাকেটে পূরণের কাজ করে উকহার্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞনীদের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের ১০ কোটি ডোজ ব্রিটেনকে দিতে রাজি হয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

বেলজিয়ামে কারখানায় উৎপাদনে সমস্যা দেখা দেয়ায় ইউরোপে ভ্যাকসিনের সরবরাহ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অ্যাস্ট্রাজেনেকার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ভ্যাকসিনের রফতানিতে কড়াকড়ি আরোপের প্রস্তাব করেছে।

ব্রিটিশ এই কোম্পানি বলেছে, বুধবার সকালের দিকে ওয়েলসের রেক্সহামে উকহার্ড ইউকের কারখানায় একটি সন্দেহজনক প্যাকেট এসে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। তারা এই পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।

বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, বিশেষজ্ঞদের উপদেশের ভিত্তিতে আমরা কারখানাটি আংশিক খালি করেছি। এখন এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আমাদের কর্মী এবং কাজের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

ওই কারখানায় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওয়েলসের স্থানীয় পুলিশ বিভাগ। একই সঙ্গে জনসাধারণকে কারখানার আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।

এসএস