যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকেন্দ্রে জিম্মিদশা, নিহত ২
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনের এক স্বাস্থ্যকেন্দ্র চার-পাঁচ ঘণ্টার জিম্মিদশার অবসানের পর দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার এক টুইট বার্তায় টেক্সাস পুলিশ ওই দুই ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল বলে নিশ্চিত করেছে।
টুইটে বলা হয়, লাশের অবস্থা থেকে পুলিশ ধারণা করছে, তারা চার থেকে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে জিম্মি ছিলেন। তবে ঘটনার জন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠী দায়ী কিনা এবং মোট কতজনকে সেখানে জিম্মি করা হয়েছিল তা এখনও জানায়নি পুলিশ।
বিজ্ঞাপন
অস্টিনের ওই স্বাস্থ্যকেন্দ্রে কয়েকজন ব্যক্তি জিম্মি অবস্থায় রয়েছেন- স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এমন সংবাদ পাওয়ার পর ওই স্বাস্থ্যকেন্দ্রটি ঘেরাও করে টেক্সাস পুলিশের বিশেষ চৌকস বাহিনী সোয়াট দল।
প্রথমে হ্যান্ডমাইকে অপহরণকারীদের আত্মসমর্পনের আহ্বান জানানো হয়। কিন্তু কোনো সাড়া না আসায় সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে এরপর একটি রোবট পাঠায় সোয়াট দল। তাতেও কোনো সাড়াশব্দ না আসায় সোয়াট সদস্যরা ওই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় বুধবার সকালে টুইটবার্তায় টেক্সাস পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোয়াট দলের অভিযান শেষে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যাদের জিম্মি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
মৃত দুই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনও ব্যক্তি বা গোষ্ঠী পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে কিনা তাও জানানো হয়নি।
যদিও টেক্সাসভিত্তিক যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের একজন ডাক্তার এই অপহরণ এবং হত্যার জন্য দায়ী; তবে কতজনকে তিনি জিম্মি করেছেন- সেবিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ