সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার (২৭ জানুয়ারি) নিজের প্রথম সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের সাতদিনের মাথায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের চিরবৈরী এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করলেন জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন।

এখন সেই আদেশ স্থগিত করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন।

সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির কৌশলগত কিছু লক্ষ্য পূরণ করতেই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে সেই কাজটিই করছি।’

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হাজার হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি সাময়িক বন্ধের সিদ্ধান্ত বুধবার প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বিলিয়ন ডলারের এসব অস্ত্রের মধ্যে ছিল বিভিন্ন লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম সমরাস্ত্র। এমনকি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানও হাতে পাওয়ার কথা ছিল আমিরাতের, কিন্তু অস্ত্র বিক্রিতে স্থগিতাদেশ দেওয়ার ফলে তা অনিশ্চিত হয়ে গেল।

সপ্তাহখানেক আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া বাইডেন ইতোপূর্বে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ‘পুনর্নিমাণের’ অঙ্গীকার করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের প্রধান প্রধান বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত পরিবর্তন বা পর্যালোচনা করতে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করল দেশটি।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতেন। ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের নীতি ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় এই দুই দেশকে সঙ্গে নিয়ে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নিশ্চিত করা।

ইরানের সঙ্গে উত্তেজনার কারণে ২০১৯ সালের মে মাসে জাতীয় জরুরি অবস্থা জারি করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে কংগ্রেসকে পাশকাটিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত অনেুমোদন করেন তিনি।

এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে সৌদি আরবের কাছে ২৯ কোটি ডলার সমমূল্যের ছোট যুদ্ধাস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে ট্রাম্প প্রশাসন।

সূত্র: আলজাজিরা

টিএম