ট্রাম্পের আইন উল্টে দিলেন বাইডেন, অভিবাসীদের জন্য সুখবর
যুক্তরাষ্ট্রের বিগত ট্রাম্প প্রশাসন এইচ- ১বি ভিসা বিধি কঠোর করার যে নীতি নিয়েছিল, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের তা শিথিল করার সিদ্ধান্ত সুখবর বয়ে এনেছে দেশটির অভিবাসীদের জন্যে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের এইচ ১বি ভিসাধারীদের স্ত্রী বা স্বামীদেরকে এইচ-৪ ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন; ফলে, এখন থেকে এইচ- ১বি ভিসাপ্রাপ্ত ব্যক্তিদের বিবাহিত সঙ্গীরাও কাজ করার সুযোগ পাবেন যুক্তরাষ্ট্রে।
বিজ্ঞাপন
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসানীতির কঠোর সমালোচনা করে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বহু অভিবাসী নারী যারা চিকিৎসা, বিজ্ঞানচর্চা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তারা কাজ ছাড়তে বাধ্য হয়েছেন।’
সাধারণত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে দক্ষ বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে অস্থায়ীভাবে এই এইচ-১বি ভিসা দেওয়া হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর অন্তত ৮৫ হাজার বিদেশিকে এই ভিসা দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লাখ মানুষ এই ভিসা নিয়ে বসবাস করছেন।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে যেসব বিশেষায়িত পেশার জন্য যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা দেওয়া হয়ে থাকে, সেগুলোর তালিকা কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন বলেছিল- এই ভিসার অপব্যবহার হচ্ছে; কোম্পানিগুলো এই ভিসা সুবিধাকে কাজে লাগিয়ে মার্কিনিদের বাদ দিয়ে কম খরচে বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছে।
মার্কিন শ্রম দপ্তরের তথ্যমতে, দেশটিতে এইচ-১বি ভিসাধারীদের দুই-তৃতীয়াংশের বেশি ভারতীয় নাগরিক, আর ১০ শতাংশের বেশি চীনা নাগরিক।
যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতি বিশেষজ্ঞের ধারণা ভিসা নীতি নিয়ে ট্রাম্প যা সিদ্ধান্ত নিয়েছিলেন, নির্বাচনের সময় তার বিরূপ প্রভাব পড়ে ভোটবাক্সে। ক্ষমতায় আসার আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ট্রাম্পের ভিসা নীতির আমূল পরিবর্তন আনবেন।
এইচ১বি ভিসাধারীদের স্ত্রী বা স্বামীদের জন্য এইচ-৪ ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই প্রতিশ্রুতি রাখল বাইডেন প্রশাসন।
সূত্র: আনন্দবাজার
এসএমডব্লিউ