২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য পাঁচ স্থায়ী সদস্যের জ্যাকোপা নামের যে পরমাণু চুক্তিটি হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্র আসার আগ পর্যন্ত ইরানের ফিরে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ একবার অতীত স্মরণ করুন জনাব ব্লিনকেন, জ্যাকোপা থেকে প্রথমে যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়েছিল, ইরান নয়।’

একক সিদ্ধান্তের ভিত্তিতে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ফলে এখনও যার ফলে আন্তর্জাতিক বাজার থেকে ইরানে খাদ্য, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রবেশ করতে পারছে না উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, ‘এখন বলুন, চুক্তিতে ফেরার ব্যাপারে প্রথম পদক্ষেপ কার নেওয়া উচিত? ট্রাম্পের সাম্প্রতিক ভয়াবহ বিপর্যয়ের কথা স্মরণে রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিন।’

২০১৫ সালের পরমাণু চুক্তি বা জ্যাকোপা, যাকে ‘ঐতিহাসিক চুক্তি বলে আখ্যা দিয়েছিলেন তৎকালীন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা, সেখানে ইরানকে শর্ত দেওয়া হয়েছিল- পরমণু প্রকল্প থেকে সরে এলে দেশটির ওপর থেকে একে একে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ'র পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক প্রকল্পগুলো পরিদর্শন করতে পারবেন- সে ব্যাপারেও তখন সম্মতি দিয়েছিল তেহরান।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’, ‘একপেশে’, ‘এর কোনো ভবিষ্যত নেই’ ইত্যাদি অভিযোগ তুলে জ্যাকোপা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে। পরমাণু প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রকাশ্যে কিছু না বললেও বিভিন্ন সময়ে ইউরেনিয়ামের মজুত বাড়ানো, মজুত করা ইউরোনিয়াম পরিশোধন করে এর গুণগত মান বাড়ানো ইত্যাদি সংবাদ নিয়মিতই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি চান যুক্তরাষ্ট্র যেন জ্যাকোপাতে ফিরে যায়।

তবে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন,  যুক্তরাষ্ট্র কেবল তখনই জ্যাকোপাতে ফিরে যেতে পারবে যখন ইরান চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে তার প্রতিশ্রুতি রক্ষা করবে।

ব্লিনকেনের এই বক্তব্যের প্রতিক্রিয়াতেই বৃহস্পতিবার টুইটারে এই বার্তা দেন জাভেদ জারিফ। বার্তায় তিনি বলেন, ইরানের ওপর যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- সেগুলোর নিঃশর্ত প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রসহ চুক্তিতে স্বাক্ষর করা অন্যান্য দেশগুলোর ফিরে আসা নিশ্চিত করা না গেলে এই চুক্তি কার্যকর হবে না।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ