বাল্টিক সাগরে মালবাহী দুই জাহাজের সংঘর্ষ
ডেনমার্কের বর্নহোম দ্বীপ এবং সুইডেনের দক্ষিণাঞ্চলে ইয়াতাদ শহরের মাঝে বাল্টিক সাগরে মালবাহী দু’টি জাহাজের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এই ঘটনায় একটি জাহাজ উল্টে অন্তত দু’জন সাগরে পড়ে গেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি-না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেন এবং ডেনমার্কের আঞ্চলিক জলসীমার মাঝে এই দুর্ঘটনা ঘটনা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, বাল্টিক সাগরে ডেনমার্কের কারিন হোয়েজ এবং ব্রিটেনের স্কট ক্যারিয়ারের সংঘর্ষ হয়েছে। মালবাহী দুই জাহাজের সংঘর্ষের পর সেখানে বড় ধরনের উদ্ধার তৎপরতা চালানোর প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
সংঘর্ষে ডেনমার্কের মালবাহী জাহাজটি উল্টে গেছে। এই জাহাজে দু’জন ছিলেন। তারা জীবিত আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ব্রিটিশ জাহাজটি সচল রয়েছে এবং এর ক্রুরা নিরাপদ আছেন।
রয়টার্স বলছে, দুর্ঘটনার পর বর্নহোম দ্বীপ থেকে উদ্ধারকারী কয়েকটি নৌকা এবং ডেনমার্কের একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সুইডেনের স্থানীয় সংবাদ সংস্থা টিটি দেশটির কোস্টগার্ডের মুখপাত্রের বরাত দিয়ে বলেছে, সংঘর্ষের কবলে পড়া একটি জাহাজের দৈর্ঘ্য ৯০ মিটার এবং অন্যটি ৫৫ মিটার।
বিজ্ঞাপন
সুইডিশ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের (এসএমএ) মুখপাত্র জোনাস ফ্রাঞ্জেন বলেছেন, আমরা শীতল পানি থেকে লোকজনের চিৎকার শুনতে পেয়েছি। তবে এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল এখনও অন্ধকারে আছে এবং অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে।
তবে কী কারণে মালবাহী ওই দুই জাহাজের সংঘর্ষ হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
সূত্র: রয়টার্স, বিবিসি।
এসএস