আগামী ছয় মাসের মধ্যে শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা আনার পরিকল্পনা করেছে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। মঙ্গলবার এসআইআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা এই তথ্য জানিয়েছেন।

মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি করোনাভাইরাসের শিশুদের ভ্যাকসিন আগামী ছয় মাসের মধ্যে আনার আশাপ্রকাশ করেছেন আদর পুনাওয়ালা।

নোভাভ্যাক্সের তৈরি কোভোভ্যাক্স নামের একটি করোনা ভ্যাকসিন তিন বছর এবং তদুর্ধ্ব বয়সী শিশুদের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। সেই পরীক্ষায় ভালো ফল মিলেছে বলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনলাইন সম্মেলনে জানিয়েছেন সেরামের প্রধান কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমাদের ভ্যাকসিন আগামী ছয় মাসের মধ্যে আনা হবে। এটা এখনও পরীক্ষাধীন রয়েছে। ৩ বছর বয়সী শিশুদের শরীরে এটি চমৎকার ফল দেখিয়েছে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন এবং রাশিয়ার স্পুটনিক উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বিশ্বের বিভিন্ন দেশে নোভাভ্যাক্সের টিকা রফতানি করছে এসআইআই।

গত মার্চে ভারতে করোনাভাইরাস মহামারি ব্যাপক আকার ধারণ করে। সেই সময় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে টিকার রফতানি বন্ধ করে দেয় দেশটির সরকার। মহামারির প্রকোপ কমে আসায় বর্তমানে টিকার উৎপাদন গত এপ্রিলের তুলনায় চার গুণ বৃদ্ধি করে মাসে ২৫০ মিলিয়ন ডোজে উন্নীত করে সেরাম।

তবে বর্তমানে চাহিদা কমে আসায় টিকার উৎপাদন সাময়িকভাবে অর্ধেক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী এই প্রতিষ্ঠান।

সূত্র: রয়টার্স।

এসএস