দিল্লির এক হাসপাতালে ২৩ চিকিৎসকের করোনা পজিটিভ
ভারতের রাজধানী দিল্লির শীর্ষস্থানীয় একটি হাসপাতালের অন্তত ২৩ জন আবাসিক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে তারা করোনা আক্রান্ত হয়েছেন। মৃদু উপসর্গ নিয়ে তারা আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সফদারজং এলাকার ওই হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসক।
ওই চিকিৎসকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা ওমিক্রনে আক্রান্ত নন, আইসোলেশনে রয়েছেন, এখনই তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
দিল্লিতে সোমবার (৩ জানুয়ারি) ৪ হাজার ৯৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় ৬ দশমিক ৪৬ শতাংশ বেশি বলে এক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে।
ওইদিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন বলেছেন, করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা দ্রুত বাড়লেও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কারণ লোকজন এতটা অসুস্থ হচ্ছেন না যে, তাদের হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ওমিক্রন আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় করণীয় নির্ধারণে মঙ্গলবার (৪ জানুয়ারি) বৈঠকে বসছে দিল্লির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ওমিক্রন মোকাবিলায় বৈঠক থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা আসতে পারে।
অন্যদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে বলে সতর্ক করেছেন দেশটির টিকাদান কর্মসূচির কর্তৃপক্ষ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের (এনটিজিআই) প্রধান ডা. এনকে অরোরা। তথ্য দিয়ে তিনি বলছেন- দিল্লি, মুম্বাই ও কলকাতা এবং বিশেষ করে দিল্লিতে, বর্তমানে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন, তাদের ৭৫ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।
জেডএস