সাংসদ সুস্মিতা দেব

নারীদের বিয়ের আইনি বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার বিল খতিয়ে দেখার কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে লেখা একটি চিঠিতে চতুর্বেদী জানিয়েছেন, ৩১ জন সাংসদ নিয়ে গঠিত কমিটিতে নারীদের জন্য বিশাল তাৎপর্যপূর্ণ একটি বিল নিয়ে আলোচনা করা হচ্ছে। অথচ এই কমিটিতে মাত্র একজন নারী সদস্য আছেন। এই কমিটির একমাত্র নারী সদস্য পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

চিঠিতে প্রিয়াঙ্কা বেঙ্কাইয়া নায়ডুকে লিখেছেন, ‘আমি একজন সাংসদ হিসেবে আপনাকে এই চিঠি লিখছি। সংসদের শীতকালীন অধিবেশনে, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধন) বিল উত্থাপন করা হয়েছিল। এই বিলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই বিল সারাদেশে নারীদের জীবনকে প্রভাবিত করতে পারবে। নারীদের জন্য বিয়ের বৈধ বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হবে। লোকসভায় উত্থাপনের পর এটি শিক্ষা, নারী, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। তবে কমিটিতে সংসদ সদস্য হিসেবে মাত্র একজন নারী রয়েছেন।’

তিনি উদ্বেগ প্রকাশ করে আরও জানান, ‘বিষয়টি অত্যন্ত হতাশাজনক। নারী এবং ভারতীয় সমাজের জন্য আনা এই প্রাসঙ্গিক বিলে মাত্র একজন নারীর প্রতিনিধিত্ব করার বিষয়টি অত্যন্ত বেমানান।’ এই কমিটিতে আরও নারী সাংসদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার বিষয়েও তিনি বেঙ্কাইয়ার কাছে আবেদন জানিয়েছেন।

সূত্র : আনন্দবাজার 

এইচকে