চীনে বিষক্রিয়ায় ১৮ খনি শ্রমিকের মৃত্যু
খনি শ্রমিকের সংগৃহীত ছবি
চীনে একটি খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রাতিরিক্ত বিষক্রিয়ায় অন্তত ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (০৫ ডিসেম্বর) চংকিং মিউনিসিপলিটির জংচুয়ান জেলার দিয়াশুইদং খনিতে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
খবরে বলা হয়, খনিটিতে ২৩ জন শ্রমিক কাজ করতেন। এর মধ্যে বিষক্রিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও অগ্নিনির্বাপনকর্মীরা আটকাপড়া অপর শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
প্রাথমিক বিষক্রিয়ায় মৃত্যুর কারণ বলা হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ফের তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞাপন
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দিয়াশুইদং খনিটি ১৯৯৮ সাল থেকে ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়ে আসছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, খনিটি থেকে প্রতি বছর এক লাখ ২০ হাজার টন কয়লা উৎপাদন করা সম্ভব।
এর আগে ২০১৩ সালে খনিটিতে হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়ার ৩ শ্রমিকের মৃত্যু হয়।
জেডএস