প্রেমের টানে দেশ ছেড়ে ভারতের কারাগারে বগুড়ার কিশোরী
প্রতীকী ছবি।
প্রেমের টানে সীমান্ত রক্ষীদের ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের সময় ধরা পড়ছে বাংলাদেশি এক কিশোরী। ফেসবুকে পরিচয় থেকে প্রেম; সেই প্রেমের টানেই কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে যায় সে। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর হাতে ধড়া পড়েছে ১৮ বছরের ওই কিশোরী।
ভারতীয় গণমাধ্যম বলছে, বগুড়া জেলার ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জের এক যুবকের। পরিচয় থেকে তাদের প্রেম হয়। দীর্ঘদিনের প্রেমের পরিণতির জন্য দেশ ছেড়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওই কিশোরী।
বিজ্ঞাপন
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে কোচবিহার জেলার দিনহাটার দীঘলটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের ১২৯ ব্যাটেলিয়ানের হাতে আটক হয় সে।
রোববার ওই কিশোরীকে দিনহাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে দিনহাটা মহকুমা আদালতে নেওয়া হয়। দিনহাটা মহকুমা আদালত ওই কিশোরীকে ১৪ দিনের জন্য জেলে পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
এইচকে