কাতারের সঙ্গে চূড়ান্ত চুক্তির আশা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
চার আরব দেশের তিন বছরের বেশি সময় ধরে চলে আসা কাতার বয়কটের অবসানের ব্যাপারে আশা প্রকাশ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শুক্রবার ইতালির বার্ষিক ভূ-মধ্যসাগরীয় সংলাপে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী কাতারের সঙ্গে প্রাথমিক চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে শিগগিরই উপসাগরীয় অঞ্চলের এই সঙ্কটের অবসান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা আশা করতে পারি, কাতারের সঙ্গে শান্তি আলোচনায় উন্নতি আমাদের চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে।’
বিজ্ঞাপন
টানা তিন বছর ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাইরাইন ও মিসরের বয়কট কাতার এখন শেষ হওয়ার পথে। তিনি বলেন, ‘কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’
সৌদি আরব ও কাতারের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী কুয়েত উভয় দেশের মধ্যে গঠনমূলক ও সফল আলোচনা হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল সাবাহ এক বিবৃতিতে বলেন, চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে যেতে উভয় দেশের মধ্যে আলোচনা সফল হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার রিয়াদ সফরে আসেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক করেন।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পজামাতা কুশনারের এই সফরের পর কাতারের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা শেষ হবে।
২০১৭ সালের জুনে সৌদি আরব ও তার মিত্রদেশ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর কাতারের ওপর অবরোধ আরোপ করে। জুনের শেষদিকে কাতারকে আলজাজিরা টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ ও তুরস্কের সামরিক ঘাঁটি বাতিল এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাসহ ১৩ দফা শর্ত দিয়ে সম্পর্ক স্বাভাবিকের প্রস্তাব দেয়া হলেও কাতার তা অগ্রহণযোগ্য ও অবাস্তব উল্লেখ করে সেই প্রস্তাব প্রত্যাখান করে।
সূত্র : আলজাজিরা।
এইচএকে/এসএস