ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি বেয়াড়া অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা এই পদক্ষেপের পক্ষে আবেগপ্রবণ বক্তৃতা দেওয়ায় সোমবারই এই বিষয়ে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি। 

ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের আকস্মিক এক বৈঠকে অংশ নিয়ে রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, আমি আপনাদের মতামত শুনেছি। এ ব্যাপারে আজই সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার স্থানীয় সময় সকালের দিকে নিরাপত্তা পরিষদের এই বৈঠক রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ইউক্রেনের বেয়াড়া দুই অঞ্চল দনেৎসক এবং লুগানস্ককে রাশিয়ার স্বীকৃতি পূর্ব ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ন্ত্রণের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে কবর দেবে।

এদিকে, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্রগুলোকে স্বীকৃতি না দিতে রাশিয়াকে সতর্ক করে দিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলের স্বীকৃতি দেয়, তাহলে সেটি ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ করবে।

ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেড় ঘণ্টা ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বীকৃতির ব্যাপারে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের আলোচনা শোনেন। 

রুশ এই নেতা টেবিলের পেছনে বসে একে একে নিরাপত্তা, প্রতিরক্ষা, গোয়েন্দা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ডাকেন এবং ইউক্রেন সংকট ও দনেৎসক এবং লুগানস্কের স্বীকৃতির ব্যাপারে তাদের মতামত নেন।

একেবারে আকস্মিক ওই বৈঠকে পুতিন তার গোয়েন্দা প্রধানকে তিরস্কার করেন। দেশটির শীর্ষ ওই গোয়্দো কর্মকর্তা ভুলেই ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্রগুলোকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরায় তাকে তিরস্কার করা হয়।

গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেন, আমি দনেৎসক এবং লুগানস্ককে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রস্তাব সমর্থন করছি। এ সময় পুতিন তীব্র ভর্ৎসনা করে তাকে বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি না। আমরা তাদের স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করছি। 

এসএস