উত্তাল মিয়ানমারে ফিরল ইন্টারনেট
রোববার ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেন/ ছবি : এএফপি
অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভে উত্তাল মিয়ানমারের সামরিক জান্তা সরকার বন্ধ করে দেওয়ার একদিন পর দেশটিতে ইন্টারনেট ব্যবস্থা সচল করার নির্দেশ দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ ক্রমান্বয়ে বাড়তে থাকায় একদিন আগে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেয়।
নরওয়ের টেলিকম সেবাপ্রদানকারী সংস্থা টেলিনর মিয়ানমারে ইন্টারনেট সেবা সচল করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। নতুন জান্তা সরকারের নির্দেশ পাওয়ার পর রোববার টেলিনর গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবা পুনরায় চালু করেছে।
বিজ্ঞাপন
মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে টেলিনর বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর দেশজুড়ে ডেটা নেটওয়ার্ক পুনরায় সচল করেছে টেলিনর।
এদিকে, গত সপ্তাহের অভ্যুত্থানের নিন্দায় রোববার মিয়ানমারে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভ থেকে নির্বাচিত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং দেশটির আটক ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চির মুক্তির দাবি উঠেছে।
বিজ্ঞাপন
২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে গণতন্ত্রের সমর্থনে সর্ববৃহৎ বিক্ষোভ রোববার অনুষ্ঠিত হয়েছে। সামরিক জান্তা সরকারবিরোধী এই বিক্ষোভ দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মায়াবতী শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে আইনশৃঙ্খলাবাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্ষোভ সরাসরি সম্প্রচারের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি ছুড়তে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত পুলিশের সশস্ত্র সদস্যরা শত শত বিক্ষোভকারীর দিকে ছুটে যাচ্ছেন। এর এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। শব্দ শোনা গেলেও কি ধরনের গুলির ব্যবহার করা হয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা পরিষ্কার নয়।
সূত্র: রয়টার্স।
এসএস