রূপালী ব্যাংক লিমিটেডের ‌‌‘সিনিয়র অফিসার ( অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৬ মার্চ রাজধানী ঢাকার তিনটি কেন্দ্রে এ পরীক্ষায় অনুষ্ঠিত হবে। বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক মোঃ: কাওছার মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পরীক্ষা নেওয়া হবে ১ ঘন্টা ব্যাপী। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের নাম বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এরআগে ১৭ সেপ্টেম্বর ২০২০ সালে ৬০ টি শূন্য পদে লোক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের ১ ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ সঙ্গে আনা যাবে না।