এনসিটিবির দুই পদের পরীক্ষার সূচি প্রকাশ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) উপ-সহকারী প্রকৌশলী ও অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। আগামী ৬ মার্চ, ২০২১ তারিখে উপ-সহকারী পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে ৫ মার্চ, ২০২১ তারিখে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এনসিটিবি সচিব প্রফেসার ড. মোঃ নিজামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। তবে পরীক্ষার সময় সঙ্গে করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব ধরনের কাগজপত্র আনতে হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউলোড করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। উভয় পরীক্ষার কেন্দ্রের নাম ও পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
বিজ্ঞাপন